জটিল হচ্ছে সাংবাদিক রোজিনার বিষয়
- by Adib Hossain
- May 20, 2021
- 579 views
সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়টি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে । সাংবাদিক নামধারীদের উলটা পালটা নড়াচড়া, ক্ষমতা নেই এমন জায়গাগুলোতে তদবির, মিডিয়া হাউজগুলোর সুবিধাভোগী ধান্দাবাজ মালিক পক্ষের কারনে এই জটিলতা সৃষ্টি হচ্ছে ।
প্রথম আলোর ভারত কানেকশন, ভারতীয় টিকা নিয়ে সৃষ্ট সমস্যা এবং চীনা টিকার আমদানি নিয়ে চীন বিরোধী লবির নানামুখী তৎপরতার বিষবাষ্প রোজিনার সমস্যাটিকে বহুদূর পর্যন্ত নিয়ে যাবে ।
প্রথম আলোর সঙ্গে সরকারের খারাপ সম্পর্ক, পত্রিকাটিতে কর্মরত সরকারপন্থি লোকজন এবং সরকার বিরোধী লোকজনের মতবিরোধ ছাড়াও সাংবাদিক সংগঠনগুলোর অনৈক্য রোজিনাকে বিপদে ফেলবে । ফলে, জামিন হলেও মামলা নিষ্পত্তি হবেনা ।
রোজিনার বিরুদ্ধে এযাবৎ যা কিছু করা হয়েছে তা কোন বালক বালিকার হঠাৎ বালখিল্য নয় । একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যখন নজিরবিহীন ভাবে একজন নামকরা মহিলা সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে তখন বুঝতে হবে মামলাটির শিকড় অনেক অনেক গভীরে ।
সুতরাং বিষয়টি শুধু অস্রুভরা নেত্রের হাউমাউ কান্না, কিঞ্চিত পথসভা, ক্ষমতাহীন পুতুলদের নিকট দৌড়াদৌড়ীর পর আশাবাদী হওয়া এবং দেশি-বিদেশী লোকজনের নিকট থেকে বিবৃতি এনে সমাধান করা যাবেনা । সমস্যা সমাধানে লাগবে দৃশ্যমান প্রণতি ।
প্রণতির আগে অনুশোচনা প্রদর্শন জরুরী । তারপর অশ্রুজলে সিক্ত হয়ে ভয় ও আশা নিয়ে শর্তহীন ক্ষমা প্রার্থনা । সবশেষে, আনুগত্যের মুচলেকা ছাড়া কোন কিছু আশা করাটাই যে রীতিমতো বেয়াদবী হয় তা তো প্লট, অনুদান, খয়রাতী সাহায্য, পদ-পদবী, বিজ্ঞাপন, পারমিট ইত্যাদি লাভকারী গোষ্ঠী ইতিমধ্যেই প্রমান করে দিয়েছে ।
গোলাম মাওলাণা রণি