পৃথিবীর কোথাও যখন তারা নিরাপদ ছিলনা
- by Adib Hossain
- May 12, 2021
- 780 views
পৃথিবীর কোথাও যখন তারা নিরাপদ ছিলনা।
তখন এরা ঠিক এভাবেই এসেছিল ফিলিস্তীনে।
১৯৪০ সালে , একটু আশ্রয় পাওয়ার আশায়।
আর ফিলিস্তিনিরাও বাংগালীদের মত দয়ার শরীর।
রোহিঙ্গা শরনার্থীদের মত নিজেদের জায়গা, খাবার, কাপড় দিয়ে প্রায় উলঙ্গ বণিআদমকে সাহায্য করল।
এই শরনারথীরাই হল আজকের ইজরাইলীদের পূর্ব পুরুষ, যাঁরা আজ তাঁদের আশ্রয়দাতাকে মারছে।
এরা অকৃতজ্ঞ, অভিশপ্ত বণিআদম।
এদের ধ্বংস অনিবার্য।