দক্ষিণ এশিয়ায় বসবাসের খরচের দিক দিয়ে সবচেয়ে প্রথমে উঠে এসেছে বাংলাদেশের নাম। ভারত ও পাকিস্তান অনেকটাই সাশ্রয়ী হিসেবে তালিকায় স্থান করে নিয়েছে। মার্কিন বাণিজ্য সংক্রান্ত সাময়িকী সিইওওয়ার্ল্ডের এক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশ সুইজারল্যান্ড। অপর দিকে সবচেয়ে সাশ্রয়ী দেশ হিসেবে তালিকায় অবস্থান করে নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পরই সাশ্রয়ী দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, ভারত, সিরিয়া, উজবেকিস্তান, কিরগিস্তান ও তিউনেশিয়া।
ব্যয়বহুল দেশগুলোর তালিকায় প্রথম সারিতেই রয়েছে ইউরোপের দেশগুলো। তালিকার শীর্ষ ২০ দেশের মধ্যে রয়েছে এই মহাদেশ থেকে নয়টি। বাকি ১১টির মধ্যে এশিয়া থেকে পাঁচটি, উত্তর আমেরিকা থেকে একটি, ক্যারাবীয় অঞ্চল থেকে দুটি, আফ্রিকা থেকে একটি এবং ওশানিয়া থেকে দুটি দেশ রয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ব্যয়বহুল দেশের মধ্যে সুইজারল্যান্ডের পরই রয়েছে নরওয়ে, আইসল্যান্ড, জাপান, ডেনমার্ক, বাহামাস, লুক্সেমবার্গ, ইসরায়েল, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া।