শ্রীলঙ্কায় ১৪ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ জয়
- by Maria Sultana
- February 9, 2025
- 87 views

ছবি: সংগৃহীত
দিমুথ করুণারত্নের বিদায়ী টেস্ট রাঙাতে ব্যর্থ শ্রীলঙ্কা। গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে স্বাগতিকরা। ফলে দীর্ঘ ১৪ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় করল অস্ট্রেলিয়া। এশিয়ায়ও এটি তাদের দ্বিতীয় টেস্ট সিরিজ জয়, এর আগে ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল দলটি। এবার লঙ্কানদের মাটিতে সাফল্য এনে দিল স্টিভেন স্মিথ, যিনি ২৭২ রান করে সিরিজসেরা হয়েছেন।
শ্রীলঙ্কায় সবশেষ ২০১১ সালে টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর দুই দফা সফর করলেও সিরিজ জয়ের স্বাদ পায়নি তারা। অবশেষে সেই আক্ষেপ ঘুচল প্যাট কামিন্সের দলের।
এদিন ৮ উইকেটে ২১১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা, লিড ছিল মাত্র ৫৪ রানের। শেষ পর্যন্ত তারা অস্ট্রেলিয়াকে ৭৫ রানের লক্ষ্য দিতে সক্ষম হয়। কিন্তু জয়ের জন্য এই লক্ষ্য কোনো চ্যালেঞ্জই তৈরি করতে পারেনি অজিদের জন্য। মাত্র ১ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।
শ্রীলঙ্কার ব্যাটিং ব্যর্থতার পেছনে মূল ভূমিকা রেখেছেন অস্ট্রেলিয়ার দুই স্পিনার নাথান লায়ন ও ম্যাথু কুনেম্যান। দুই ইনিংস মিলিয়ে দুজনই শিকার করেছেন ৭টি করে উইকেট, আর পুরো সিরিজে এই দুই স্পিনার মিলে নিয়েছেন ৩০ উইকেট। কুনেম্যান একাই শিকার করেছেন ১৬টি, আর লায়ন নিয়েছেন ১৪টি। তাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে নিজেদের মাটিতে একেবারে বিধ্বস্ত হয়েছে লঙ্কানরা। সূত্র:যুগান্তর /স/হ/ন ০৯/০২/২০২৫