হিট অ্যালার্ট এর সময়ে শ্রমজীবী-পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ আ.লীগ নেতার
- by Maria Sultana
- May 1, 2024
- 438 views
ছবি- সংগৃহীত
আজ মহান মে দিবস, আর সারাদেশে চলছে হিট অ্যালার্ট, প্রচন্ড তাপদাহে মহান মে দিবসে তৃষ্ণার্ত মানুষ, শ্রমজীবী ও সাধারণ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি (মুক্তা) ও খাবার স্যালাইন বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।
আজ বুধবার দুপুরে রাজধানীর বাংলা মটর মোড়ে বিশুদ্ধ মুক্তা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রমে অংশ নেন শহিদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ।
মো. রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, এই তীব্র গরমের মাঝে কর্মক্ষেত্রে যাওয়া-আসায় যারা বের হয়েছেন তাদেরকে পানি ও খাবার স্যালাইন সরবরাহ করছি। তীব্র এই গরমে পানি কিছুটা হলেও কাজে দেবে। কারণ, এটা স্বাস্থ্যকর মুক্তা পানি। আমার এই ধরনের কার্যক্রম চলবে, সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছি।
জানা গেছে, ইতোপূর্বে ব্যক্তিগত উদ্যোগে রাজধানীর জিরো পয়েন্ট এবং মতিঝিল শাপলা চত্বরে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন রিয়াজ উদ্দিন। তীব্র তাপদাহের মধ্যে বিভিন্ন পেশার শ্রমজীবী ও পথচারীদের মাঝে এই ধরনের মানবিক কার্যক্রমের আজ ছিল তৃতীয় দিন চলে। সুত্রঃ যুগান্তর সম্পাদনা ম\হ। না 0১০5\০১।