নদীতে ভেসে ওঠে খালাতো ভাই-বোনের লাশ
- by Maria Sultana
- June 5, 2024
- 332 views
ছবি- সংগৃহীত
মঙ্গলবার (৪ জুন) দিনাজপুর সদর উপজেলার পূণর্ভবা নদীতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাদের নাম মো. রায়হান (৭) এবং আফি খাতুন (৮) । শিশু রায়হান দিনাজপুর পৌর এলাকার বাঙ্গিবেচা মহল্লার মো. আব্দুস সালামের ছেলে এবং আফি খাতুন একই এলাকার আকবর আলীর মেয়ে। রায়হান প্রথম শ্রেণি এবং আফি দ্বিতীয় শ্রেণিতে পড়াত। তারা দুজনেই দীপ্তি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী।
তাদের পরিবার থেকে জানা যায়, মঙ্গলবার তারা দুইজন দুপুরে বাড়ি থেকে কোচিংয়ে যায় ।এরপর আর তারা বাড়ি ফেরেনি। সন্ধ্যার দিকে তাদের দুজনের মরদেহ নদীতে ভেসে ওঠে। এলাকাবাসী দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরে কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুত্রঃ যুগান্তর সম্পাদনা ম\হ। না ০৫০৬\০১।