জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- by Maria Sultana
- October 20, 2024
- 132 views
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০০৫ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রতিবছরের মতো এবারও বিশেষ আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে, তবে এবারের উদযাপন হবে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে।
দিবসটির প্রতিপাদ্য হচ্ছে—‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান।’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হবে, এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মিলনমেলা অনুষ্ঠিত হবে।
জবি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের প্রথম পর্ব সকালে ৮টায় শহিদ মিনার চত্বরে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হবে। এরপর সকাল সাড়ে ১০টায় মুক্তমঞ্চে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
সেসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ঘোষণা ফলক উন্মোচন করা হবে। এর পরে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণ ও আহতদের জন্য দোয়া করা হবে।
সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চারুকলা ও চিত্র প্রদর্শনী শুরু হবে। বিকেল ৩টায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জগন্নাথ কলেজ হিসেবে ১৮৫৮ সালে প্রতিষ্ঠিত হওয়া জবি ২০০৫ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। বর্তমানে এখানে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী এবং ৯৬০ জন একাডেমিক কর্মী আছেন।
অধ্যাপক ড. মো. রেজাউল করিম, যিনি বর্তমানে ৭ম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন, বলেছেন, “জুলাই বিপ্লবে অসংখ্য শিক্ষার্থী তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হয়ে তাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং ভবিষ্যৎ জীবনকে অধিক গুরুত্ব দেওয়া।” সূত্র: যুগান্তর /স/হ/ন ১৯/১০/২০২৪