অবসরকালীন পরিকল্পনায় ভুল এড়াতে ৫টি গুরুত্বপূর্ণ টিপস
- by Maria Sultana
- October 28, 2024
- 20 views
ছবি: সংগৃহীত
একসময় সবাইকে অবসর কাটাতে হয়, কিন্তু বেশিরভাগ মানুষ প্রথম দিকে এ নিয়ে চিন্তা করেন না। বয়স বাড়ার সাথে সাথে অবসরের বিষয়টি সামনে আসলে দেখা যায়, অনেক কিছু পরিকল্পনায় বাদ পড়ে গেছে। চাকরি জীবনের শুরু থেকেই কিছু ভুল এড়িয়ে চলা উচিত, নাহলে অবসর সময় সমস্যায় পড়তে হতে পারে।
১) EPF-এ নির্ভরতা কমান: অনেকেই কর্মজীবনে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের ওপর নির্ভর করে থাকেন, কিন্তু এ ফান্ডের সুদের হার সরকার দ্বারা নির্ধারিত হয়। বাজারে এমন অনেক বিকল্প রয়েছে যেখানে বিনিয়োগ করে বেশি সুদ পাওয়া সম্ভব।
২) দেরিতে সঞ্চয় করা: কিছু মানুষ মনে করেন, বয়স যতক্ষণ আছে, সঞ্চয়ের দরকার নেই। কিন্তু যত তাড়াতাড়ি অর্থ সঞ্চয় করবেন, ততই ভালো। ভবিষ্যতের পরিকল্পনার জন্য আগেই কিছু সঞ্চয় করে রাখুন।
৩) স্বাস্থ্য বিমা: সঞ্চয়ের একটি অংশ স্বাস্থ্য বিমায় বিনিয়োগ করা উচিত। অনেকেই চাকরি পাওয়ার পর স্বাস্থ্য বিমায় বিনিয়োগ শুরু করেন, কিন্তু এটি দেরিতে করার কোনো প্রয়োজন নেই। অবসরের সময় স্বাস্থ্য বিমা অনেক স্বস্তি দেয়, তাই এখন থেকেই শুরু করুন।
৪) দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্প: অবসরের পর আয়ের উৎস কমে যায়, তাই দীর্ঘমেয়াদি সঞ্চয়ের প্রকল্প বেছে নিন। সঞ্চয় এমনভাবে করা উচিত যাতে অবসরের পরও কিছু নিয়মিত আয় হয়।
৫) ভবিষ্যতের খরচের হিসাব: বর্তমান খরচ ভবিষ্যতে বাড়তে পারে, তাই কতটা খরচ হবে তার একটি হিসাব আগে থেকেই করে সঞ্চয় করা উচিত। এভাবেই সঞ্চয় করুন। সূত্র: যুগান্তর /স/হ/ন ২৮/১০/২০২৪