কর্মক্ষেত্রে সাফল্যে বাস্তুশাস্ত্রের পরামর্শ
- by Maria Sultana
- November 9, 2024
- 51 views
ছবি: সংগৃহীত
বাস্তুশাস্ত্র এমন এক প্রাচীন শাস্ত্র, যা দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানে সহায়ক। বাড়িতে অশান্তি, চাকরিতে সমস্যা—সবকিছুরই উত্তর মেলে এ শাস্ত্রে। বাস্তুশাস্ত্রের নিয়ম সঠিকভাবে মানলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে, আর নিয়ম লঙ্ঘনে ঝামেলার আশঙ্কা থাকে।
যারা কঠোর পরিশ্রম করেও কর্মক্ষেত্রে সাফল্য পাচ্ছেন না, তাদের জন্য এই শাস্ত্র অনুযায়ী কিছু উপায় রয়েছে। বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে কাজের সময় মুখ উত্তর দিকে থাকা শুভ; যদি সম্ভব না হয়, তবে পশ্চিমমুখী বসাও উন্নতির জন্য ভালো।
অফিস ডেস্কের কাছে ডাস্টবিন রাখা নেতিবাচক প্রভাব বাড়ায়, তাই ডেস্কের নিচে ডাস্টবিন না রাখাই ভালো। এছাড়া, ডেস্কটি সর্বদা পরিষ্কার রাখার চেষ্টা করুন। ছড়ানো জিনিসপত্র কর্মজীবনে বাধা সৃষ্টি করতে পারে।
পজিটিভ এনার্জি বাড়াতে অফিস ডেস্কে একটি মানি প্ল্যান্ট বা বাম্বু গাছ রাখা যেতে পারে, তবে গাছটি সতেজ রাখা জরুরি। শুকিয়ে গেলে তা অবিলম্বে পরিবর্তন করুন। সূত্র: যুগান্তর /স/হ/ন ০৯/১১/২০২৪