অনন্ত আম্বানীর বিয়ে, প্রকাশ্যে নববধূ রাধিকার প্রথম ছবি

ছবি- সংগৃহীত

রাধিকা বিয়ের সাজ দেখার জন্য মানুষ ভিষণ ভাবে আগ্রহী ছিলেন। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। প্রকাশ্যে এল নববধূর প্রথম ছবি। বিয়েতে রাধিকার পোশাকশিল্পী ছিলেন আবু জানি ও সন্দীপ খোসলার নকশা করা লেহাঙ্গা পরেছিলেন। বধূবেশে সবার নজর কেড়েছেন তিনি। গলায় হীরার রানিহার ও চোকার ছিল তার। হাতে সাদা-লাল চুড়া। ছিমছাম মেকআপে সেজেছেন আম্বানীদের হবু পুত্রবধূ রাধিকা।

বছরের শুরু থেকেই চর্চা চলছে মুকেশ আম্বানী ও নীতা আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানী এবং  রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে।  প্রথমে জামনগর এরপরে ইউরোপে। এরপর জুলাই মাসের শুরু থেকে একটানা চলতে থাকা প্রিওয়েডিং।

 বিয়েতে অনন্ত আম্বানী পরেছেন কমলা শেরওয়ানির । তিনি যে পশুপ্রেমী, সেটাও ধরা পড়েছে তার বিয়ের সাজে। বুকের বাঁদিকে একটি হাতির ব্রোচ পরেছেন আম্বানী-পুত্র। মাথায় লাল পাগড়ি, কপালে তিলক বরের বেশে দারুণ মানিয়েছে অনন্তকে।

গায়েহলুদ হোক কিংবা সঙ্গীত, মেহেদি হোক কিংবা শিব পুজো— অনন্ত রাধিকার পোশাকে সব সময় ছিল কোনও না কোনও চমক। কেমন হবে তাদের বিয়ের সাজপোশাক, সেই নিয়ে ফ্যাশন দুনিয়ায় চর্চা ছিল তুঙ্গে। তাদের বিয়ের সাঝ দেখার আগ্রহ ছিল সবার। শুধু পোশাকই নয় আম্বানীরা এই বিয়েতে আড়াই হাজার রুমের খাবারের আয়োজন করেছেন। বিয়েতে  একাধিক হাইপ্রোফাইল অতিথি এসেছেন মুম্বাইতে। কনিষ্ঠ পুত্রের বিয়ে উপলক্ষে প্রায় ৫০০০ কোটি টাকা খরচ করেছেন মুকেশ আম্বানী। সুত্রঃ যুগান্তর সম্পাদনা ম\হ। না ১৩/০৭\০১।

 

Related Articles