আনসারুল্লাহ: প্রয়োজনে হিজবুল্লাহর সহায়তায় হাজার হাজার যোদ্ধা পাঠাবে

ছবি: সংগৃহীত

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন জানিয়েছে, তারা প্রয়োজন হলে লেবাননের হিজবুল্লাহর সহায়তায় ‘হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা’ পাঠাতে প্রস্তুত। আনসারুল্লাহর মিডিয়া অথরিটির ভাইস প্রেসিডেন্ট নাসর আল-দিন আমের সোমবার ফিলিস্তিনি শেহাব বার্তা সংস্থাকে এ তথ্য দেন।

তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের প্রতি যেভাবে সমর্থন প্রদান করা হয়, হিজবুল্লাহর প্রতি তেমনই সমর্থন জানানো হবে।

৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলার পর থেকে ফিলিস্তিনিদের সহায়তায় ইয়েমেনি বাহিনী ইসরাইলি স্থাপনায় হামলা চালিয়ে আসছে।

ইসরাইলের লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকির প্রেক্ষিতে, আনসারুল্লাহ’র মুখপাত্র বলেন যে, তারা অধিকৃত ফিলিস্তিনে লক্ষ্যবস্তু আক্রমণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, তারা জুলাইয়ে তেল আবিবের বিরুদ্ধে পরিচালিত হামলায় ব্যবহৃত ‘ইয়াফা ড্রোন’ সম্পর্কে উল্লেখ করে বলেন, এটি শুধু বিচ্ছিন্ন হামলার জন্য নয় বরং গাজার ওপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত চলমান অভিযানের অংশ হবে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৭/০৯/২০২৪ 

Related Articles