আজ মধ্যরাত থেকে ২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

নদী ও সাগরে নিরাপদ প্রজনন ও মা ইলিশ রক্ষার উদ্দেশ্যে আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। এই সময়সীমার মধ্যে ইলিশ ধরা, কেনাবেচা এবং পরিবহণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, যা এবারের ইলিশ মৌসুমের সমাপ্তি নির্দেশ করছে।

মৎস্য বিভাগ জানিয়েছে, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, মজুদ ও বিপণন বন্ধ রাখা হবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ এবং টাস্কফোর্স জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেবে।

তবে, স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের হিজলা, মেহেন্দীড়ঞ্জ ও ভোলার কিছু প্রভাবশালী ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে। এই চক্রটি প্রায় ১০০ মাছঘাট নিয়ন্ত্রণ করে অবৈধভাবে ইলিশ ধরে ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে।

বরিশাল বিভাগীয় জেলে সমিতির সভাপতি ইসরাইল পন্ডিত বলেছেন, যদি সিন্ডিকেটের কবল থেকে মাছঘাট উদ্ধার না করা হয়, তাহলে ইলিশের দাম কমবে না। তারা নিষেধাজ্ঞার সময় জেলেদের মাছ শিকার করতে বাধ্য করছে এবং কমদামে মাছ কিনে বেশি দামে বিক্রি করছে।

মহিপুরের এক ইলিশ ব্যবসায়ী অভিযোগ করেছেন যে, বাংলাদেশে ইলিশ ধরা বন্ধ থাকলেও ভারতে এই নিষেধাজ্ঞা নেই। এর ফলে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়, এবং এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানিয়েছেন, এ বছর আবহাওয়া অনুকূল না থাকায় ইলিশের সংখ্যা কম ছিল, তবে মা ইলিশ যথাযথভাবে ডিম ছাড়বে বলেও আশা প্রকাশ করেছেন। এজন্য এবারও মা ইলিশ রক্ষায় ব্যাপক অভিযান চালানো হবে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১২/১০/২০২৪

Related Articles