বাংলাদেশ ১৪৬ রানে অলআউট, ভারতের লক্ষ্য ৯৫

ছবি: সংগৃহীত

কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে বৃষ্টি ও মাঠের সমস্যায় আড়াই দিন নষ্ট হয়েছে। ড্র করতে হলে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে থাকা প্রয়োজন। পঞ্চম দিনে ভারতের জন্য জয় লাভের লক্ষ্যমাত্রা ৯৫ রান।

বাংলাদেশের ক্রিকেটাররা উইকেট বিলিয়ে দেওয়ার সমস্যায় ভুগছেন। সাকিব আল হাসান ও লিটন দাসের ব্যর্থতা বিপদজনক মুহূর্তে দায়িত্বহীনতার পরিচায়ক হয়ে দাঁড়িয়েছে। সাকিব দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন, এবং বাংলাদেশ ১৪৬ রানে অলআউট হয়ে যায়, যেখানে মুশফিকুর রহিমও আত্মঘাতী শটে ইনিংস শেষ করেন।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ শুরু করে ২৬ রানে ২ উইকেট হারিয়ে। প্রথম বলেই মুমিনুল অশ্বিনকে সুইপ করতে গিয়ে আউট হন, এবং ৩৬ রানে ৩ উইকেট পড়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওপেনার সাদমানের মধ্যে ভালো একটি জুটি গড়ে ওঠে। শান্তর একটি অপ্রস্তুত রিভার্স সুইপের কারণে তার বিদায়ের পর দলের পরিস্থিতি খারাপ হতে থাকে।

সাদমান ৫০ রান করে আউট হন, তবে এরপর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সাকিব ও লিটনের আউট হলে ৯৪ রানে ৭ উইকেট পড়ে যায়। মেহেদী হাসান মিরাজের সঙ্গে মুশফিকের জুটি কিছুটা আশা জাগালেও পরিস্থিতি এখনও সংকটাপন্ন।  সূত্র: যুগান্তর /স/হ/ন ০১/১০/২০২৪

Related Articles