মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৭১
- by Nafiul Rijby
- December 7, 2022
- 390 views

ছবি- সংগৃহীত
দলের বিপর্যয়ে আরও একবার হাল ধরে নিজেকে চেনালেন তিনি। বাংলাদেশ দলকে বুধবারও টেনে তুললেন মেহেদী হাসান মিরাজ। সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদও ফিরলেন ছন্দে। সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি গড়েলেন দু'জন।
ভারতের বিরুদ্ধে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৭২ রানের টার্গেট দিল বাংলাদেশ। মিরাজ ছাড়াও ফিফটি পেলেন মাহমুদউল্লাহ রিয়াদও। মাহদুউল্লাহর ৯৬ বলে ৭৭ রান করেন। মিরাজ ৮৩ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন। নিধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৭১/৭।
টস জিতে ব্যাট করতে নেমে ভারতের বিপক্ষে চাপে পড়লেও সেই ধাক্কা সামলে উঠেছে দল। সিরিজ জয়ের মিশনে নেমে বুধবার ১০০ রান তোলার আগেই নেই ৬ উইকেট। বাংলাদেশ তখন ঘোর বিপদে। তখনই ত্রাতা হয়ে এলেন মেহেদি হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুজনের ব্যাটে চড়েই বিপর্যয় সামাল দিয়েছে লিটন দাসের দল। সম্পাদনা ম\হ। না ১২০৭\০৪