ভারতকে হারাতে সরফরাজকে মেন্টর চান বাসিত
- by Maria Sultana
- February 1, 2025
- 70 views

ছবি: সংগৃহীত
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে স্বাগতিক পাকিস্তান খেলবে। স্বাভাবিকভাবেই দলটির ওপর প্রত্যাশার চাপ বেশি, বিশেষ করে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ থাকবে। এই পরিস্থিতিতে দলকে মানসিকভাবে শক্তিশালী করতে একজন মেন্টর নিয়োগের পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।
বাসিত আলীর মতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলের জন্য আদর্শ মেন্টর হতে পারেন ২০১৭ সালে শিরোপা জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বিশ্বাস করেন, বিশেষ করে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সরফরাজের অভিজ্ঞতা দলকে দারুণভাবে সাহায্য করতে পারে।
এ প্রসঙ্গে বাসিত আলী বলেন, "আফগানিস্তান ইউনিস খানকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে, যা চমৎকার একটি সিদ্ধান্ত। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো এ বিষয়ে সঠিক পদক্ষেপ নেয়নি। ভারতের বিপক্ষে এমন একজন প্রয়োজন, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অভিজ্ঞতা রাখেন—আর সে ক্ষেত্রে সরফরাজ আহমেদই সেরা পছন্দ।"
তিনি আরও বলেন, "ভারতের বিপক্ষে ম্যাচে সরফরাজের অভিজ্ঞতা ও পরামর্শ অত্যন্ত মূল্যবান হবে। তিনি জানেন কীভাবে বড় ম্যাচের চাপ সামলাতে হয় এবং ইতোমধ্যেই তাদের বিপক্ষে ট্রফি জিতেছেন। তাই আমি অন্য কাউকে নয়, সরফরাজকেই মেন্টর হিসেবে দেখতে চাই।"
এদিকে, পাকিস্তান ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে। স্কোয়াডে রয়েছেন—
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফখর জামান, বাবর আজম, কামরান গুলাম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আলী আগা, উসমান খান, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ ও নাসিম শাহ।
পাকিস্তান দলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণ থাকলেও বড় মঞ্চের চাপ সামলানোর জন্য একজন দক্ষ মেন্টরের উপস্থিতি গুরুত্বপূর্ণ হতে পারে। এখন দেখার বিষয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) বাসিত আলীর পরামর্শ আমলে নেয় কি না। সূত্র:যুগান্তর /স/হ/ন ০১/০/২০২৫