রাজবাড়ীতে ১২ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার, হত্যা অভিযোগ
- by Maria Sultana
- September 24, 2024
- 82 views
ছবি: সংগৃহীত
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্বভবদিয়া গ্রামে মিনহাজুল ইসলাম নামে ১২ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মিনহাজুল স্থানীয় বাসিন্দা মো. আজাদ শেখের ছেলে।
পরিবারের তথ্য অনুযায়ী, রোববার বিকেলে মিনহাজুল বাড়ি থেকে বের হয়ে যায়, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুই দিন পর মঙ্গলবার সকালে প্রতিবেশী মুক্তার হোসেনের মালটা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিনহাজুলের বাবা আজাদ শেখ দাবি করেন, মালটা বাগানের মালিক তার ছেলেকে বিদ্যুতের শক দিয়ে হত্যা করেছে। তিনি ছেলের হত্যার বিচার দাবি করেন।
মিনহাজুলের খালা আনজু জানান, মিনহাজুল নিখোঁজ হওয়ার পর মুক্তার হোসেনের বাগানের গেটের চাবি চাইলে তারা প্রথমে টালবাহানা করে। পরে মিনহাজুলের লাশ বাগান থেকে পাওয়ায় তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। তিনি বলেন, "বাগানের মালিক কেন আমাদের মিথ্যা কথা বলেছে, তার বিচার চাই।"
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি, তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মালটা বাগানের মালিক মুক্তার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন এবং এরপর ফোন বন্ধ রাখেন। সূত্র: যুগান্তর /স/হ/ন ২৪/০৯/২০২৪