বাংলাদেশি শিক্ষার্থীদের বুলগেরিয়ার ভিসার সুযোগ তিন দেশ থেকে
- by Suma Akhter
- October 11, 2024
- 70 views
ছবি: সংগৃহীত
বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করতে পারবেন। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য ফেসবুক পোস্টে জানিয়েছে।
মন্ত্রণালয়ের ওই পোস্টে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যাঁরা বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন কিন্তু নয়াদিল্লিতে বুলগেরিয়ান দূতাবাসে তাঁদের ভিসার আবেদন জমা দিতে পারেননি, তাঁদের হ্যানয় (ভিয়েতনাম), ইসলামাবাদ (পাকিস্তান) বা আস্তানা (কাজাখস্তানে) বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকদের অন্য ক্যাটাগরির ভিসা বন্ধ রেখেছে ভারত। গত ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) অনির্দিষ্টকালের জন্য ভিসা কার্যক্রম স্থগিত রেখেছে। এ কারণে অনেক শিক্ষার্থীই বিপাকে পড়েছেন।
পর্তুগাল, বুলগেরিয়া, রোমানিয়া, লিথুয়ানিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশে নেই। তাই এসব দেশে পড়তে যেতে চাইলে শিক্ষার্থীদের নিকটবর্তী দেশ ভারতে গিয়ে ভিসা সাক্ষাৎকার দিতে হয়।
শিক্ষাবর্ষে হাজারো মেধাবী শিক্ষার্থী এসব দেশে পড়তে যান। বরাবরের মতো এ বছরও বহু শিক্ষার্থী মেধার ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন। কিন্তু ভারতের ভিসা না থাকায় তাঁরা নির্দিষ্ট দেশের দূতাবাসে সাক্ষাৎকার দিতে পারছেন না। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে। সূত্র: প্রথমআলো/ স/হ/ন 11/10/2024