নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ: ফুটবলারদের উদ্বেগ, ম্যাচের সংখ্যা বৃদ্ধির শঙ্কা
- by Maria Sultana
- September 17, 2024
- 45 views
ছবি: সংগৃহীত
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ নতুন মৌসুমে নতুন ফরম্যাটে শুরু হতে যাচ্ছে। এতে ম্যাচের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বড় দলগুলোর মধ্যে মুখোমুখি লড়াইয়ের সংখ্যাও বাড়ছে, যা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। আজ প্রথম দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদসহ লিভারপুল, বায়ার্ন মিউনিখ, জুভেন্তাস, এসি মিলান, পিএসভি, এবং অ্যাস্টন ভিলা।
তবে নতুন এই ফরম্যাট নিয়ে ফুটবলারদের মধ্যে উদ্বেগ রয়েছে। ম্যানচেস্টার সিটির ম্যানুয়েল আকাঞ্জি এবং লিভারপুলের আলিসন বেকার ঠাসা সূচি নিয়ে তাদের শঙ্কার কথা প্রকাশ করেছেন। তারা বলছেন, ফুটবলারদের স্বাস্থ্যের কথা বিবেচনা না করেই সূচি তৈরি করা হয়েছে। আকাঞ্জি বলেন, ‘ম্যাচের সংখ্যা বাড়ানো হয়েছে, এরপর মৌসুম শেষে ক্লাব বিশ্বকাপ। এটা ক্লান্তিকর, জানি না এর ফল কী হবে।’ তিনি এমনও বলেন যে, এত চাপ সামলাতে না পারলে আগেভাগেই অবসরের কথা ভাবতে হতে পারে।
আলিসন বেকারও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমাদের মতামতের কোনো মূল্য নেই বলে মনে হয়। অতিরিক্ত ম্যাচের কারণে ক্লান্ত হয়ে গেলে নিজের সেরাটা দিতে পারব না, অথচ আমরা সব ম্যাচেই ভালো করতে চাই।’
ফুটবলারদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে এই উদ্বেগগুলোর প্রেক্ষিতে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগের ভবিষ্যৎ কেমন হবে, তা দেখার বিষয়। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৭/০৯/২০২৪