চীনের ভাইস প্রেসিডেন্ট যাচ্ছেন ট্রাম্পের অভিষেকে

ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তিনি ক্ষমতা গ্রহণ করবেন

যা সামনে রেখে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।  

চীন জানিয়েছে, ভাইস-প্রেসিডেন্ট হান ঝেং সোমবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। অভিষেক অনুষ্ঠানের তিন দিন আগে শুক্রবার সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তেমনটি হলে এটিই হবে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে চীনের কোনো সিনিয়র নেতার প্রথম উপস্থিতির ঘটনা।

এর আগে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প গত নভেম্বরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

যদিও শেষ পর্যন্ত শি জিনপিংয়ের যাওয়া হচ্ছে না। তবে তার পরিবর্তে তিনি ভাইস প্রেসিডেন্ট হান ঝেংকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে পাঠাচ্ছেন।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চীনা ভাইস প্রেসিডেন্টের এই অংশগ্রহণ আগামীতে দুদেশের মধ্যে সু-সম্পর্ক ফেরাতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।

কেননা, এর আগে প্রথম মেয়াদে চীনের ওপর নানা রকম বিধিনিষেধ জারি করেছিলেন ট্রাম্প। পরবর্তীতে জো বাইডেনের সময়ও যা অব্যাহত ছিল। সূত্র: যুগান্তর/ স/হ/ন 17/01/2025 

Related Articles