গ্রিজম্যানের বিদায়ে চুয়ামেনি অধিনায়ক, এমবাপ্পে অনুপস্থিত
- by Maria Sultana
- October 10, 2024
- 54 views
ছবি: সংগৃহীত
ফ্রান্স ফুটবল দলের নেতৃত্বে পরিবর্তন এসেছে আঁতোয়া গ্রিজম্যান বিদায় নেওয়ার পর। অনেকেই ভেবেছিলেন কিলিয়ান এমবাপ্পে নতুন অধিনায়ক হবেন এবং তার নেতৃত্বে ফ্রান্স নতুন যুগে প্রবেশ করবে। তবে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় এমবাপ্পে চোটে পড়ায় উয়েফা নেশন্স লিগে ইসরাইল ও বেলজিয়ামের বিপক্ষে তার খেলা অনিশ্চিত হয়ে যায়। ফলে কোচ দিদিয়ের দেশমকে নতুন অধিনায়ক খুঁজতে হয়েছে।
নতুন অধিনায়ক হিসেবে দেশম আস্থা রেখেছেন এমবাপ্পের রিয়াল মাদ্রিদের সতীর্থ অরেলিয়েঁ চুয়ামেনির ওপর। চুয়ামেনি ছাড়াও বার্সেলোনার ডিফেন্ডার হুলেস কৌন্দে এবং এসি মিলানের গোলরক্ষক মাইক মাইনিয়নও অধিনায়কত্বের দৌড়ে ছিলেন, তবে শেষ পর্যন্ত চুয়ামেনিকেই বেছে নেওয়া হয়েছে।
ফ্রান্স এরই মধ্যে নেশন্স লিগে ইতালির বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামকে ২-০ গোলে পরাজিত করেছে। আজ রাতে ইসরাইলের বিপক্ষে তাদের প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ১৫ অক্টোবর দ্বিতীয় লেগে বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। সূত্র: যুগান্তর /স/হ/ন ১০/১০/২০২৪