সিংহম এগেইন-এ দীপিকা-রণবীরের কন্যার অভিষেক, মুক্তি ১ নভেম্বর

ছবি: সংগৃহীত

বলিউডের আলোচিত তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং সম্প্রতি কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। ৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়।

সম্প্রতি ‘সিংহম এগেইন’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে রণবীর সিং জানিয়েছেন, এই সিনেমায় দীপিকার এবং তার সন্তানের অভিষেক হবে। সিনেমাটি আগামী ১ নভেম্বর মুক্তি পাবে।

অনুষ্ঠানে রণবীরের একটি বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যখন তিনি একটি শিশুকে কোলে তুলে নিয়ে তার কান্না থামান এবং মায়ের কাছে ফিরিয়ে দেন। রণবীর বলেন, দীপিকা এখন সন্তানকে নিয়ে ব্যস্ত, তাই বাইরে আসা সম্ভব হচ্ছে না। তিনি জানান, দীপিকা অন্তঃসত্ত্বা অবস্থায় শক্তি শেঠির চরিত্রে অভিনয় করেছেন।

রণবীর এই সিনেমায় সংগ্রাম ভালেরাও ওরফে সিম্বার চরিত্রে অভিনয় করছেন। অনুষ্ঠানে পরিচালকের পাশাপাশি উপস্থিত ছিলেন অজয় দেবগন, কারিনা কাপুর, অর্জুন কাপুর এবং টাইগার শ্রফ।

Related Articles