‘মিস ইউনিভার্স ২০২৪’-এর মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ার
- by Suma Akhter
- November 17, 2024
- 75 views
ছবি: সংগৃহীত
‘মিস ইউনিভার্স ২০২৪’-এর মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। মেক্সিকো সিটির এরিনা সিডিএমএক্সে অনুষ্ঠিত ৭৩তম মিস ইউনিভার্সের এ আসরে বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ২১ বছর বয়সী ভিক্টোরিয়া।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এই প্রথমবারের মতো ডেনমার্কের কোনো প্রতিযোগী মিস ইউনিভার্সের শিরোপা অর্জন করলেন। তাকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রিলিমিনারি ইভেন্টে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত পর্বে পাঁচ প্রতিযোগীকে নেতৃত্ব ও স্থিতিস্থাপকতাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। কেউ যদি আপনাকে বিচার না করে, তবে কীভাবে বাঁচবেন? এই প্রশ্নে ভিক্টোরিয়া উত্তর দেন, ‘আমি প্রতিদিনের মতোই বাঁচব।’
এরপর দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি পরিবর্তন চাই, ইতিহাস গড়তে চাই, এবং আজ রাতে আমি সেটাই করছি।’
এরপর দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি পরিবর্তন চাই, ইতিহাস গড়তে চাই, এবং আজ রাতে আমি সেটাই করছি।’ সূত্র: ইত্তেফাক/ স/হ/ন 17/11/2024