নেইমারকে চাই না: পালমেইরাস সভাপতি
- by Maria Sultana
- November 17, 2024
- 56 views
ছবি: সংগৃহীত
সৌদি ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সম্প্রতি মাঠে ফিরে মাত্র দুই ম্যাচ খেলতেই আবার ইনজুরিতে পড়েন তিনি। এ পরিস্থিতিতে শোনা যাচ্ছে, মোটা অঙ্কের বিনিময়ে কেনা নেইমারকে জানুয়ারির দলবদলের সময় ছেড়ে দিতে চায় আল হিলাল। কারণ, আগামী জুনেই তার সঙ্গে ক্লাবটির চুক্তি শেষ হবে।
স্প্যানিশ দৈনিক স্পোর্ত জানিয়েছে, আল হিলাল চুক্তি বাতিল করলে নেইমারকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে তার শৈশবের ক্লাব সান্তোস। এখান থেকেই বিশ্ব ফুটবলে নিজের নাম করেছিলেন নেইমার, ১১ বছর আগে যেখান থেকে বার্সেলোনায় পাড়ি জমান তিনি। তবে সান্তোসে ফেরা নিয়ে গুঞ্জন থাকলেও বিষয়টি এখনো নিশ্চিত নয়।
এদিকে নেইমারের সম্ভাব্য গন্তব্য নিয়ে প্রশ্ন তোলা হলে সান্তোসের নগর প্রতিদ্বন্দ্বী পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা স্পষ্ট জানিয়ে দেন, তারা নেইমারকে দলে নেওয়ার পরিকল্পনা করছেন না। ইউএলও-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "পালমেইরাস কোনো হাসপাতাল নয়। আমরা এমন খেলোয়াড় চাই, যারা দ্রুত মাঠে নামতে পারবে।"
তবে নেইমারের খেলার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "নেইমার একজন অসাধারণ খেলোয়াড়। তবে তার ভবিষ্যৎ সান্তোসে হতে পারে। এ বিষয়ে সান্তোসই ভালো বলতে পারবে।" সূত্র: সমকাল /স/হ/ন ১৭/১১/২০২৪