ইস্টার্ণ ব্যাংক নেবে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ

ছবি: সংগৃহীত

বেসরকারি খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।

আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন।  

আবেদনের শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: ৬ মাস। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

অন্যান্য যোগ্যতা: দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। কথা বলা ও লেখায় পারদর্শী হতে হবে।  

বেতন-ভাতা: মাসে বেতন ৩১,০০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা পাবেন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার। কর্মদক্ষতার ভিত্তিতে এক বছর পর স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার। সূত্র: প্রথম আলো/ স/হ/ন 14/09/2024  

Related Articles