ইমরুলকে বিদায়ী সম্মাননা, তামিম-আশরাফুল উপস্থিত

ছবি: সংগৃহীত

বছরের পর বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন ইমরুল কায়েস, তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা চালিয়ে যাচ্ছিলেন। জাতীয় দলে ফিরতে মরিয়া ছিলেন, কিন্তু এবার আর অপেক্ষা করেননি তিনি। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন সাবেক এই ওপেনার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার বিদায়ী ম্যাচে তাকে বিশেষ সংবর্ধনা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আজ শনিবার নিজের শেষ ম্যাচ খেলতে নেমে প্রথম ইনিংসে ১৬ রানে আউট হন ইমরুল। লাঞ্চ বিরতির পর তাকে সম্মাননা জানান বিসিবি। উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, মিনহাজুল আবেদিন নান্নু, তামিম ইকবাল ও নুরুল হাসান সোহান। দলের সদস্যরা ইমরুলকে সম্মাননা স্মারকও প্রদান করেন। 

ইমরুল কায়েস সর্বশেষ ২০১৯ সালের নভেম্বর মাসে বাংলাদেশের জার্সিতে টেস্ট খেলেছিলেন। তার টেস্ট ক্যারিয়ারে ৩৯ ম্যাচে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান, তিনটি সেঞ্চুরি ও চারটি ফিফটি রয়েছে।  সূত্র: সমকাল /স/হ/ন ১৬/১১/২০২৪

Related Articles