সিডনীতে অনুষ্ঠিত হলো ফাদার্স ডে প্রোগ্রাম, "মিট মাই সুপার হিরো"
- by Ibrahim Akon
- September 3, 2024
- 114 views
ছবি: সিডনীতে অনুষ্ঠিত হলো ফাদার্স ডে প্রোগ্রাম।
হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ: সিডনীতে গত রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪,অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরামের (এবিএইচএফ) পক্ষ থেকে, ফাদার্স ডে প্রোগ্রাম, "মিট মাই সুপার হিরো: পুরুষদের স্বাস্থ্যের উপর একটি আলোচনা"। অনুষ্ঠানে ফাদার্স ডে উদযাপনের পাশাপাশি পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় বিষয়ে আলোচনা হয়৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেনেরাল প্র্যাক্টিশনার ডা: মাহবুবা খানম মুক্তা। বিশেষ অতিথি ছিলেন নাথান হ্যাগারটি - হুইপ এবং এমপি লেপিংটন, কারিশমা কালিয়ান্দা - পার্লামেন্ট সেক্রেটারি এবং এমপি লিভারপুল ও মাসুদ চৌধুরী - কাউন্সিলর ক্যাম্পবেলটাউন।
দৈনন্দিন জীবনের পুরুষের স্বাস্থ্য নিয়ে কথা বলেন ডা: সত্যজিৎ দত্ত। পুরুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন সাইক্রিয়াস্টিক ডা: সামিয়া আরেফিন। আরো বক্তব্য রাখেন, ডা: শ্যাডী ওসমান, তিনি ছেলেদের স্বাস্থ্য বিষয়ে কি অত্যাধুনিক ইন্টারভেনশনাল রেডিওলজি সুবিধা আছে অস্ট্রেলিয়াতে, তা নিয়ে কথা বলেন।
একটি বিশেষ পর্ব পরিচালনা করেন বিশিষ্ট সাইকোলজিস্ট জন মার্টিন। সাথে ছিলেন আরিফা ফেরদৌস, সাবিতা রহমান, ফিরোজা বেগম, ডা: ফৌজিয়া সুলতানা। এই পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইক্রিয়াস্টিক ডা: নাহিদ সিদ্দিকী।
অনুষ্ঠানে আগত শিশুরা তাদের বাবাদের উদ্দেশ্য করে নানা রকম গল্প বলে৷ এমন কি বড়রাও তাদের বাবার স্মৃতি মনে করে আবেগাপ্লুত হন। সবাই কে ধন্যবাদ জানান, ডা: রুমানা আফরোজ ও ডা: সুরঞ্জনা জেনিফার রহমান।
অনুষ্ঠানে সকলকে বৈকালিক নাশতা সরবরাহ করেন দি রয়াল প্ল্যাটার। সার্বিক ইভেন্ট প্ল্যানিং করেছিলেন রোজেস এন্ড রিবনস ইভেন্টস আর ফটোগ্রাফিতে ছিলেন ফটোলিয়ার আকাশ দে।