প্রথমবারের মতো করাচি থেকে পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে
- by Suma Akhter
- November 14, 2024
- 130 views

ছবি: সংগৃহীত
পাকিস্তানের প্রধান সমুদ্রবন্দর করাচি থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ ‘উয়ান জিয়াং ফা ঝান’। এ ঘটনার মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে নৌপথে সরাসরি সংযোগ স্থাপন হলো। জাহাজে ৩৭০ একক কনটেইনার পণ্য ছিল।
বুধবার ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে। জাহাজটি ইতোমধ্যে চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হয়েছে।
বুধবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ। এ যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে।’
পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, সরাসরি শিপিং রুটটির কারণে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি পাবে। এ অঞ্চলে আরও সমন্বিত ও বাণিজ্যিক নেটওয়ার্ক বৃদ্ধির ক্ষেত্রেও এটি একটি বড় পদক্ষেপ।
এ উদ্যোগ কেবল বিদ্যমান বাণিজ্য প্রবাহকে ত্বরান্বিত করবে না, একই সঙ্গে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় রপ্তানিকারকদের উভয় দিকের ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করবে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক। তিনি বলেন, ‘জাহাজটি দুবাই হয়ে আসার পথে একাধিক বন্দরে ভিড়েছে। চট্টগ্রাম বন্দরে আসার আগে পাকিস্তানের করাচি বন্দরেও ভিড়েছিল। মঙ্গলবার জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দিয়েছে।’ সূত্র: যুগান্তর/ স/হ/ন 14/11/2024