এইচএসসি ফল প্রকাশ: ১৫ অক্টোবর সকাল ১১টায়

ছবি: সংগৃহীত

মাঝপথে বাতিল হওয়া এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৫ অক্টোবর সকাল ১১টায় স্ব স্ব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানেরা এই ফল প্রকাশ করবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সোমবার এ তথ্য জানিয়েছেন। সাধারণত প্রধানমন্ত্রী ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করতেন, তবে এবার তা হচ্ছে না। ফল প্রকাশ করবেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।

আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (বিষয় ম্যাপিং) প্রকাশ হবে বাতিল হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল। এর মধ্যে যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করা হবে এবং যেসব বিষয়ে পরীক্ষা হয়নি, সেগুলো এসএসসি ফলাফলের ভিত্তিতে প্রকাশ করা হবে।

২০২৩ সালে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন এবং ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরে কোটা আন্দোলনের কারণে কিছু পরীক্ষা স্থগিত হয়। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নির্ধারিত স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী ছিল। সূত্র: সমকাল /স/হ/ন ০৯/১০/২০২৪

Related Articles