নীলফামারীতে গৃহবধূকে গণধর্ষণ
- by Maria Sultana
- October 14, 2024
- 116 views

ছবি: সংগৃহীত
নীলফামারীর ডিমলায় এক গৃহবধূকে তার ভগ্নিপতির বাড়িতে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে, যাদের মধ্যে শ্যালক ও দুলাভাইও রয়েছেন। ঘটনার পর, রংপুর মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা শেষে ভিকটিম নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন।
রোববার রাতে কিশোরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন এবং জানান যে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন পানিয়াল পুকুর দেওয়ানিপাড়া গ্রামের মাসুদের ছেলে সুমন (২৩), তার ভগ্নিপতি ডিমলা উপজেলার চাপানি খালুয়াটারী গ্রামের খলিলের ছেলে রব্বানী (২৫), সুমনের বন্ধু এজিজুলের ছেলে লিখন (১৯), এবং আফজালের ছেলে মাজেদুল (২০)।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় দেড় বছর আগে ওই গৃহবধূর বিয়ে হয়। ৬ অক্টোবর কাচারীর বাজারে সুমনের সঙ্গে দেখা হলে সে কৌশলে তাকে মোটরসাইকেলে করে তার ভগ্নিপতির বাড়িতে নিয়ে যায়। সেখানে গৃহবধূর বোন উপস্থিত না থাকায়, সুমন ও তার দুই বন্ধু মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন সিএনজি চালিত অটোরিকশায় ওই নারীকে বাড়িতে পাঠানো হয়। এরপর রংপুর মেডিকেলে চিকিৎসা নিয়ে শনিবার রাতে তিনি থানায় অভিযোগ করেন। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৪/১০/২০২৪