শাহজালালে চালু হচ্ছে আইএলএস-২
- by Maria Sultana
- November 30, 2024
- 44 views
ছবি: সংগৃহীত
প্রতিবছর শীত মৌসুমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণে ঘন কুয়াশার কারণে সমস্যা সৃষ্টি হয়, যার ফলে ফ্লাইটগুলোকে জরুরি অবতরণ করতে হয় পার্শ্ববর্তী দেশে। এতে এয়ারলাইন্সগুলোর আর্থিক ক্ষতি হয় এবং যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা ঝুঁকির মধ্যে ফ্লাইটে আটকা পড়ে থাকেন।
এই সমস্যা সমাধানে শাহজালালে উন্নত প্রযুক্তির ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস)-২ স্থাপন করা হয়েছে। স্বাধীনতার ৫২ বছর পর এই আধুনিক ল্যান্ডিং সিস্টেম চালু করা হয়েছে, যা আগের আইএলএস-১ এর তুলনায় অনেক বেশি কার্যকর। আইএলএস-২ প্রযুক্তি এখন থেকে ঘন কুয়াশা বা খারাপ আবহাওয়ায় বিমান চলাচল বিঘ্নিত হতে দেবে না।
এটি আগে আইএলএস-১ দিয়ে পরিচালিত হত, যা ঘন কুয়াশায় সীমিত পরিসরে কাজ করত। এখন আইএলএস-২ এর সাহায্যে ৩০০-৪০০ মিটার দৃষ্টিসীমাতেও বিমান অবতরণ সম্ভব হবে। তবে ঘন কুয়াশা বা খারাপ আবহাওয়ায় বৈমানিকের দৃষ্টিসীমা ৫০ মিটার বা তারও নিচে নেমে গেলে আইএলএস-২ও কাজ করবে না, এই ক্ষেত্রে আইএলএস-৩ প্রযুক্তি দরকার হবে।
এছাড়া, শাহজালালে আইএলএস-২ চালু হলে বিদেশি ফ্লাইটের জরুরি অবতরণের সংখ্যা কমবে, যার ফলে এয়ারলাইন্সগুলোকে জরিমানা কমাতে সহায়তা করবে। বর্তমানে প্রতি ফ্লাইট ডাইভার্টের জন্য ১০ হাজার ডলার জরিমানা হতে পারে। বেবিচক আশা করছে, ডিসেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে আইএলএস-২ প্রযুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। সূত্র: সমকাল /স/হ/ন ৩০/১১/২০২৪