ভারতে ১১ বছরের ছাত্রকে বলি দেওয়ার অভিযোগ, স্কুল বন্ধ
- by Maria Sultana
- October 1, 2024
- 53 views
ছবি: সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে ডিএল পাবলিক স্কুলের এক ১১ বছর বয়সী ছাত্রকে ‘বলি’ দেওয়ার অভিযোগ উঠেছে। নিহতের দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, স্কুলের উন্নতির জন্য ‘কালাজাদু’ অনুসরণ করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
এ ঘটনায় স্কুলটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। অভিযোগ উঠেছে, স্কুলটির কার্যক্রম বেআইনিভাবে অষ্টম শ্রেণি পর্যন্ত চলছিল, যদিও তাদের পঞ্চম শ্রেণি পর্যন্ত চালানোর অনুমতি ছিল। ২৩ সেপ্টেম্বর, হোস্টেলে ওই ছাত্রকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
স্কুলের ম্যানেজারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন রামপ্রকাশ সোলাঙ্কি, দীনেশ বঘেল, যশধন সিংহ, লক্ষ্মণ সিংহ এবং বীরপাল সিংহ। হাথরসের সহকারী পুলিশ কমিশনার জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। নিহতের বাবা জানিয়েছেন, তার ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তিনি দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন। সূত্র: যুগান্তর /স/হ/ন ০১/১০/২০২৪