বাংলাদেশকে ৪১০ রানের টার্গেট দিল ভারত
- by Nafiul Rijby
- December 10, 2022
- 399 views

ছবি- সংগৃহীত
চট্টগ্রামের আকাশে মেঘের ঘনঘটা ছিল না। ডিসেম্বরের শীতের সকালের স্নিগ্ধ রোদে সাগরিকা পাড়ে এক ঝলমলে আবহাওয়ার বাতাবরণ ছিল। তবে তার মধ্যেই ঝড় দেখল চট্টলাবাসী। তবে এ ঝড় প্রকৃতির নয়, ভারতীয় ব্যাটারদের।
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়া গেছে আগেই। হোয়াইটওয়াশের লজ্জা বাঁচানোর ম্যাচে খেলতে নেমে ইশান কিষাণের রেকর্ডরাঙা ডাবল সেঞ্চুরি এবং তিন বছর পর বিরাট কোহলির ওয়ানডে শতকে ভর করে একদিনের ম্যাচে নিজেদের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েছে ভারত।
শনিবার (১০ ডিসেম্বর) তৃতীয় তথা শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রানের পাহাড় গড়ে ভারত। বাংলাদেশকে জিততে হলে করতে হবে ৪১০ রান।