জেনিফার লোপেজের নতুন অ্যালবাম ‘দিস ইজ মি...নাউ’
- by Sanjana Bhuiyan
- November 29, 2022
- 370 views

জেনিফার লোপেজের ভক্তদের জন্য সুখবর। নতুন একটি গানের অ্যালবাম নিয়ে আসছেন তিনি। অ্যালবামের নাম ‘দিস ইজ মি...নাউ’।
দীর্ঘ ২০ বছর আগে অর্থাৎ ২০০২ সালের ২৫ নভেম্বর মুক্তি পেয়েছিল জেনিফার লোপেজের তৃতীয় অ্যালবাম ‘দিস ইজ মি...দেন’। সেই তারিখটি মাথায় রেখেই চলতি বছরের ২৫ নভেম্বর নতুন এ অ্যালবামের ঘোষণা দিয়েছেন গায়িকা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে নতুন অ্যালবামের এক ঝলকও প্রকাশ করেছেন মার্কিনি এ গায়িকা। পোস্ট করা ভিডিও থেকে জানা যায়, ১৩টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।
এর মধ্যে একটি গান এরই মধ্যে দর্শকের উদ্দেশে প্রকাশ করেছে জেলো। গানটির শিরোনাম: ‘ডিয়ার বেন পিটি টু’। নাম থেকেই বোঝা যাচ্ছে, স্বামী বেন অ্যাফ্লেককে নিয়েই গানটি তৈরি।
জেনিফার লোপেজের কাছে নতুন এ অ্যালবামটি নতুন যুগের সূচনার মতো। কেননা, দুই দশক ধরে যে মানসিক, আধ্যাত্মিক এবং জীবনমুখী যাত্রা করেছেন তিনি, তারই বহিঃপ্রকাশ ঘটেছে অ্যালবামের প্রতিটি গানে। নতুন এ অ্যালবামটি ২০২৩ সালে মুক্তি পাবে।সূত্রঃ সময়টিভি। সম্পাদনা ম\হ। বৈ ১১২৯\০৬