মারা গেছেন কিংবদন্তি শিল্পী ক্রিস্টোফারসন

ছবি: সংগৃহীত

না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা ক্রিস ক্রিস্টোফারসন। তার পরিবার জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইতে ৮৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। যদিও তার মৃত্যুর কারণ জানানো হয়নি, কোভিডের সময় থেকেই তিনি অসুস্থ ছিলেন এবং ২০২১ সালে গানের জগৎ থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন।

ক্রিস্টোফারসন কেবল গায়ক নন, বরং একজন গীতিকার হিসেবেও বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তার লেখা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে 'সানডে মর্নিং কামিং ডাউন' ও 'মি অ্যান্ড ববি ম্যাকগি'। দীর্ঘ দিন একক শিল্পী হিসেবে পারফর্ম করার পর, আশির দশকের মাঝামাঝি তিনি জনি ক্যাশ, ওয়েলন জেনিংস ও উইলি নেলসনের সঙ্গে গানের দল 'দ্য হাইওয়েমেন'-এর সদস্য হিসেবে কাজ করেন।

অভিনেতা হিসেবেও তিনি পরিচিত ছিলেন, বিশেষ করে 'আ স্টার ইজ বর্ন' সিনেমার জন্য, যেখানে অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। এছাড়া 'ব্লেড' সিনেমাতেও তার কাজ উল্লেখযোগ্য।

ক্রিস্টোফারসন ১৯৩৬ সালের ২২ জুন টেক্সাসে জন্মগ্রহণ করেন। তার বাবা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ছিলেন, ফলে তিনি ছোটবেলা কাটিয়েছেন বিভিন্ন শহরে। অক্সফোর্ড থেকে পড়াশোনা শেষ করে তিনি বাবার পদাঙ্ক অনুসরণ করে সেনাবাহিনীতে যোগ দেন, তবে পরে গানের প্রতি ভালোবাসার কারণে চাকরি ছেড়ে দেন। ১৯৭০ সালে তার প্রথম অ্যালবাম 'ক্রিস্টোফারসন' প্রকাশিত হয় এবং এরপর তিনি নিয়মিতভাবে অ্যালবাম প্রকাশ করতে থাকেন। সর্বশেষ অ্যালবাম 'দ্য সিডার ক্রিক সেশন' ২০১৬ সালে মুক্তি পায়।

ক্রিস্টোফারসনের গানে প্রেম, নিঃসঙ্গতা এবং মানবিক অনুভূতির চিত্র ফুটে ওঠে। ইংরেজি কবি উইলিয়াম ব্লেক তার প্রিয় লেখক ছিলেন। গানের সঙ্গে অভিনয় শুরু করে তিনি স্যাম পিকিনপা ও মার্টিন স্করসেজির মতো খ্যাতনামা পরিচালকদের সাথে কাজ করেছেন।

১৯৮০ সালে 'হ্যাভেস গেট' সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর তার অভিনয় ক্যারিয়ারে কিছুটা ভাটা পড়ে এবং পানাহারের অভ্যাস ব্যক্তিজীবনেও অশান্তি সৃষ্টি করে।   সূত্র: যুগান্তর /স/হ/ন ৩০/০৯/২০২৪

 

 

 

Related Articles