বেলিংহামের উদযাপনে এমবাপ্পে: ‘নাক বিশেষজ্ঞ’ হিসেবে পোস্ট

ছবি: সংগৃহীত

গেটাফের বিরুদ্ধে ২-০ গোলের জয় পেল রিয়াল মাদ্রিদ, যেখানে জুড বেলিংহাম এবং কিলিয়ান এমবাপ্পে গোল করেন। পেনাল্টি থেকে গোল করে দলের প্রথম লিড এনে দেওয়ার পর উদযাপন করেন বেলিংহাম, আর এমবাপ্পে এসে তার নাকে হাত দিয়ে উদযাপন করেন।

এই ছবিটি বেলিংহাম তার এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করেছেন, ক্যাপশনে লিখেছেন, ‘নাক বিশেষজ্ঞ (সব ঠিক আছে কিনা) দ্রুত দেখে নিচ্ছেন,’ হাসির ইমোজি সহ।

এমবাপ্পেকে নাক বিশেষজ্ঞ বলার কারণ হলো, গত ইউরো চ্যাম্পিয়নশিপে এক ম্যাচে কর্ণার কিকে হেড করতে গিয়ে নাক ফাটিয়ে ফেলেছিলেন এমবাপ্পে, যার কারণে ওই ম্যাচ মিস করেন।  সূত্র: সমকাল /স/হ/ন ০৩/১২/২০২৪

Related Articles