ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
- by Maria Sultana
- January 28, 2025
- 68 views

ছবি: সংগৃহীত
ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠক শেষে আমির খসরু জানান, আলোচনায় বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় সম্পর্ক, গার্মেন্টস রপ্তানি, কৃষি খাত এবং খেলাধুলার উন্নয়ন নিয়ে কথা হয়। বিশেষ করে ব্রাজিলের ফুটবল কোচ এনে দেশের ফুটবল উন্নয়নে সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন তারা। ব্রাজিল বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতির প্রতি আগ্রহী এবং একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। সূত্র:যুগান্তর /স/হ/ন ২৮/০১/২০২৫