পলাশে ১৮ দিন ধরে নিখোঁজ কিশোরী

ছবিঃ নিখোঁজ - স্বপ্না আক্তার ফাতেমা।

নরসিংদীর পলাশে স্বপ্না আক্তার ফাতেমা (১৫) নামে এক কিশোরী ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গা বাজার এলাকার মো. সবুজ ফকিরের মেয়ে স্বপ্না আক্তার ফাতেমা গত ১৩ জুলাই বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।

এ ঘটনায় রোববার দুপুরে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরী করেন সবুজ ফকির।

থানার সাধারণ ডায়েরী (জিডি) সূত্রে ও সবুজ ফকিরের সাথে কথা বলে জানা যায়, গত ১৩ জুলাই দুপুরে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয় ফাতেমা। এরপর থেকে আর বাড়িতে ফিরেনি। সকল আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ-খবর নিয়েও তাকে পাওয়া যাচ্ছে না।

পিতা সবুজ ফকির বলেন, আমার মেয়ে খুবই সরল প্রকৃতির। তার সাথে কোনো অঘটন হলো কি না সেই আতঙ্কেই দিন কাটছে আমাদের।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, মেয়ের বাবা সবুজ ফকির থানায় একটি মেয়ে নিখোঁজের সাধারণ ডায়েরী করেছেন। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সম্পাদনা র/ভূঁ। ম ০১০৮/০৩

Related Articles