জনপ্রিয় পপ তারকা ক্রিস্টিন ম্যাকভি আর নেই
- by Sanjana Bhuiyan
- December 1, 2022
- 314 views

বিশ্বের অন্যতম সেরা পপ তারকা ক্রিস্টিন ম্যাকভি মারা গেছেন। তিনি সাতের দশকে ভুবন মাতানো ফ্লিটউড ম্যাক ব্যান্ডের গায়িকা ও গীতিকার ছিলেন।
বুধবার (৩০ নভেম্বর) সকালে হাসপাতালে তার মৃত্যু ঘটে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
পপ সংগীতের অন্যতম ব্যক্তিত্ব ম্যাকভি গান গাওয়ার পাশাপাশি গান লেখাতেও বেশ পারদর্শী ছিলেন। তার প্রতিটি লেখায় প্রেম আর সম্পর্কের গভীরতার ছোঁয়া খুঁজে পাওয়া যেত।
১৯৪৩ সালের ১২ জুলাই ল্যাঙ্কাশায়ারে জন্ম ক্রিস্টিন ম্যাকভির। জীবনের শুরুতে শিক্ষকতা পেশাকে আপন করে নিতে চাইলেও সংগীতপ্রেমী একদল বন্ধু পেয়ে ভাবনার বদল ঘটে তার।
তার বিখ্যাত কিছু গানের মধ্যে রয়েছে লিটল লাইস, এভরিহয়ার, ডোন্ট স্টপ, সে ইউ লাভ মি, সংবার্ড ইত্যাদি। ১৯৭৭ সালে মুক্তি পাওয়া অ্যালবাম ‘রিউমারস’ সর্বকালের ব্যবসাসফল অ্যালবামগুলোর একটি।
এ ছাড়া দর্শকপ্রিয়তা পাওয়া তার আরও কিছু অ্যালবাম হলো ‘ক্রিস্টিন পারফেক্ট’ ও ‘ক্রিস্টিন ম্যাকভি’। নয়ের দশকে ব্যান্ড থেকে বেরিয়ে এসে অনেকটাই একাকী জীবন কাটাতে শুরু করেন। ৭৯ বছর বয়সী এ গায়িকার মৃত্যুতে বিশ্বসংগীতে নেমে এসেছে শোকের ছায়া।সূত্রঃ সময়টিভি। সম্পাদনা ম\হ ১২০১\১৩