রাশি খান্না: দক্ষিণের সাফল্য থেকে বলিউডে পদার্পণ
- by Maria Sultana
- November 14, 2024
- 86 views
ছবি: সংগৃহীত
দিল্লির কন্যা রাশি খান্না, যিনি বলিউডে নিজের পথচলা শুরু করেছিলেন, কিন্তু সাফল্য ও জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমায়। 'সুপ্রিম', 'থোলি প্রেমা', 'থিরুচিত্রাম্বালাম' এবং 'সর্দার' ছবিতে অভিনয় করে তামিল-তেলেগু দর্শকদের কাছে পরিচিত এক নাম তিনি। তবে, মুম্বাইয়ের ডাক সাড়া দিয়ে এখন তিনি বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। 'রুদ্র' এবং 'ফারজি' ওয়েব সিরিজে তার অভিনয় তাকে আরও শক্ত অবস্থানে নিয়ে এসেছে। রাশি বলেন, "বলিউডে এখন শুরু করেছি, কিন্তু অনেক পথ বাকি। দক্ষিণের দর্শকরা আমাকে ভালোবাসেন, আমি চাই উত্তর ভারতীয়রা একইভাবে আমাকে গ্রহণ করুন।"
এক যুগের ক্যারিয়ারে রাশি বলছেন, "অভিনেত্রী হিসেবে পরিপক্ব হয়েছি। শুরুতে অভিনয়ের অ, আ, ক, খ জানতাম না, এখন ক্যামেরার সামনে অনেক বেশি স্বচ্ছন্দ। আমি সবসময় চেষ্টা করি চরিত্রের প্রতি সৎ থাকতে। এখনও অভিনয়ের খুঁটিনাটি শিখছি, আর ব্যক্তি মানুষ হিসেবেও অনেক পরিপক্ব হয়েছি।"
তিনি আরও বলেন, "অনেক অভিনেত্রীর মতো আমিও এক ধরনের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু আমি সবসময় চেয়েছি কিছু ভিন্ন করতে। সবার কাছে বলতাম, 'আমিও অভিনয় পারি।' একতা কাপুর প্রযোজিত 'দ্য সবরমতী রিপোর্ট' ছবিতে আমি এমন এক চরিত্রে অভিনয় করেছি, যা সত্যিই চমৎকার। চরিত্রটি আমার হৃদয় স্পর্শ করেছে এবং যারা একেবারে ভেঙে পড়েছেন, তাদের জন্য এটি এক ধরনের প্রতিধ্বনি।"
এছাড়া, রাশি তার ভবিষ্যতের পরিকল্পনাও জানিয়েছেন। তিনি শাহরুখ খান, রণবীর কাপুর, হৃতিক রোশন, মহেশবাবু, বিজয়, আল্লু অর্জুনের মতো তারকাদের সঙ্গে পর্দায় কাজ করতে চান এবং সঞ্জয় লীলা বানসালি, বিধু বিনোদ চোপড়া, জোয়া আখতার, রাজকুমার হিরানি, অনুরাগ কশ্যপ, মণিরত্নমের মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।