রাজ চক্রবর্তীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, পুনরুদ্ধার
- by Maria Sultana
- October 2, 2024
- 77 views
ছবি: সংগৃহীত
টালিউডের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। মঙ্গলবার রাজ জানিয়েছেন, তার ভেরিফায়েড অ্যাকাউন্টটি হ্যাকারদের কবলে পড়েছে। হ্যাকড প্রোফাইলে তার নামের পরিবর্তে বিদেশি ভাষার কিছু নাম দেখা যাচ্ছে, তবে এখনও বায়োতে তার পরিচয় অপরিবর্তিত রয়েছে।
রাজ জানিয়েছেন, শুধু তার প্রোফাইল নয়, বরং তার ব্যক্তিগত এবং প্রযোজনা সংস্থার পেজগুলোও হ্যাক হয়েছে। সামাজিক মাধ্যমে তার অ্যাকাউন্টগুলো কিছুদিন ধরে সমস্যায় ছিল, কিন্তু তিনি তা বুঝতে পারেননি।
রাজ সাধারণত তার প্রোফাইল ব্যবহার করেন না, তার টিম তার পেজ থেকে পোস্ট করে। তার টিম প্রথমে তাকে জানায় যে তার প্রোফাইল হ্যাক হয়ে গেছে। রাজ এই বিষয়ে পুলিশে অভিযোগও করেছেন। বর্তমানে সাইবার ক্রাইমে অভিযোগ জানানোয় তার তিনটি অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে এবং এখন তার নাম আবার প্রোফাইলে দেখা যাচ্ছে।
এদিকে, কিছুদিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও একইভাবে হ্যাক হয়েছিল, যেখানে বিদেশি ভাষায় পোস্ট করা হচ্ছিল। সূত্র: যুগান্তর /স/হ/ন ০২/১০/২০২৪