রণবীরের বাবার মন: ভাইরাল মুহূর্ত ‘সিংহম এগেইন’ ট্রেলার ইভেন্টে

ছবি: সংগৃহীত

সিংহম এগেইন’ সিনেমার ট্রেলার প্রকাশের অনুষ্ঠান হয়ে গেল ৭ সেপ্টেম্বর, মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারে। জমজমাট এই আয়োজনে উপচে পড়া ভিড়ের মধ্যেও বিশেষ নজর কাড়লেন রণবীর সিং। প্রথমে শোনা গিয়েছিল, মা হওয়ার পর দীপিকা পাড়ুকোন এই অনুষ্ঠানেই প্রথমবার জনসমক্ষে আসবেন। কিন্তু এদিন রণবীর একাই উপস্থিত হন। সম্প্রতি এক কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি, আর তার সহানুভূতিশীল মনোভাব অনুষ্ঠানে প্রমাণ করলেন।

অনুষ্ঠানের ভিড়ে আটকে পড়ে এক ছোট মেয়ে ভয় পেয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলে, রণবীর তাকে সঙ্গে সঙ্গে কোলে তুলে নেন এবং শান্ত করে মায়ের কাছে ফিরিয়ে দেন। এই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

নেটিজেনরা মনে করছেন, বাবা হওয়ার পর রণবীরের মধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে। এক মন্তব্যে বলা হয়েছে, “এই কারণেই ঈশ্বর রণবীরকে কন্যাসন্তান উপহার দিয়েছেন।” অন্য একজন মন্তব্য করেছেন, “রণবীরের প্রতি অশেষ শ্রদ্ধা, তিনি দায়িত্বশীল হয়ে উঠেছেন।”

রণবীর এবং দীপিকা তাদের কন্যাসন্তানের জন্ম দেন ৮ সেপ্টেম্বর, দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে। মা হওয়ার পর দীপিকাকে এক ঝলক দেখার অপেক্ষায় আছেন তার অনুরাগীরা। 

Related Articles