ভারতে ধর্ষণ-হত্যা: গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু
- by Maria Sultana
- October 8, 2024
- 91 views
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গে সম্প্রতি সংঘটিত দুটি নৃশংস ঘটনা রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এর মধ্যে একটি হলো পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধর্ষণ ও হত্যার ঘটনা। অভিযোগ করা হয়েছে, এক মাঝবয়সী নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করার পর তার মুখে কীটনাশক ঢেলে হত্যা করা হয়। মৃত্যুর আগে ওই নারী তার ওপর নির্যাতনের বিবরণ দিয়ে অভিযুক্তকে শনাক্ত করেন। এ ঘটনায় অভিযুক্ত শুকচাঁদ মাইতিকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা।
অপরদিকে, জয়নগরে একটি নয় বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। পরিবার থানায় অভিযোগ জানালেও গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। এতে স্থানীয় রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে, থানা ঘেরাও করে বিক্ষোভও হয়।
এ দুই ঘটনার পাশাপাশি, আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে চলমান প্রতিবাদও পশ্চিমবঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। হাসপাতালের ঘটনায় সিবিআই চার্জশিট দাখিল করেছে এবং সিভিক ভলান্টিয়ারকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ০৮/১০/২০২৪