নাচেও দুর্দান্ত রোনালদো

ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোকে সাধারণত সেরা ফুটবলার হিসেবে সবাই চেনে। তবে তাঁর আরও কিছু অসাধারণ গুণ রয়েছে, যা অনেকেই জানেন না। সম্প্রতি এক পডকাস্টে রোনালদোর দীর্ঘদিনের দুই পর্তুগিজ সতীর্থ, বার্নার্দো সিলভা ও ব্রুনো ফার্নান্দেজ, তাঁর ব্যক্তিত্বের অজানা দিকগুলো তুলে ধরেছেন। 

ব্রুনো জানান, রোনালদো নাচের ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে দক্ষ। তিনি বলেন, “রোনালদো বিভিন্ন নাচের মুদ্রায় দারুণ পারদর্শী। তাঁর নাচ দেখলে মনে হবে তিনি প্রকৃত নৃত্যশিল্পী!” অন্যদিকে, বার্নার্দো বলেন, রোনালদো শুধুমাত্র ফুটবলে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সুশৃঙ্খল। তবে, আশ্চর্যজনকভাবে তিনি দৈনন্দিন খাবারের রুটিনে কোনো হালকা খাবার খান না—শুধু লাঞ্চ এবং ডিনার করেন।

রোনালদোর সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিও শেয়ার করেছেন তাঁরা। ব্রুনো বলেন, “প্রথমবার জাতীয় দলে গিয়ে আমি খুব লাজুক ছিলাম। কিন্তু রোনালদো এসে আমার নাম ধরে ডাকলেন, বললেন তিনি আমার খেলা দেখেছেন। তাঁর এমন স্বীকৃতি পেয়ে আমি ভীষণ গর্বিত হয়েছিলাম।” বার্নার্দো একটি মজার অভিজ্ঞতা ভাগ করেন, যেখানে তিনি ভুল করে রোনালদোর বাসের আসনে বসেছিলেন। তবে রোনালদো মজার ছলে তাঁকে বলেছিলেন, “তুমি আমার পাশে বসতে পারো।” 

দীর্ঘ দুই দশক ধরে রোনালদো গণমাধ্যম ও ভক্তদের নজরে থাকলেও, তাঁর ব্যক্তিগত জীবনের অনেক কিছুই তিনি আড়াল রাখতে পেরেছেন। তবে তাঁর সতীর্থদের এসব গল্পে ফুটে উঠেছে রোনালদোর সহজ, মানবিক এবং অনুপ্রেরণাদায়ক দিক। আজ, তিনি উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন, যেখানে তাঁর অসাধারণ রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে।  সূত্র: সমকাল /স/হ/ন ১৬/১১/২০২৪

Related Articles