রাশিয়ার প্রতিশ্রুতি: ডনবাস ও নভোরোসিয়ায় কৃষকদের সহায়তা

ছবি: সংগৃহীত

ডনবাস ও নভোরোসিয়াকে পুনর্মিলনের পর রাশিয়া এবার যুদ্ধ-বিধ্বস্ত ওই অঞ্চলের পুনর্গঠনের দিকে নজর দিচ্ছে। সেখানকার কৃষি শ্রমিকদের ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রেমলিন।

রুশ বার্তাসংস্থা তাসের প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডনবাস ও নভোরোসিয়ার কৃষি সম্ভাবনা বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত সকল সুবিধা পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি কৃষি ও প্রক্রিয়াকরণ শিল্প শ্রমিক দিবস উপলক্ষে তিনি ভিডিও ভাষণে এ কথা জানান।

১৯২০ সালের পর কমিউনিস্ট রাশিয়ার প্রচারণার একটি স্লোগান ছিল ডনবাস নিয়ে, যার অর্থ ‘ডনবাস রাশিয়ার হৃদপিণ্ড’। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর নব্বইয়ের দশকে ইউক্রেনের অধীনে থাকা অবস্থায়ও এ অঞ্চলকে ‘ডনবাস ইউক্রেনের হৃদপিণ্ড’ বলা হতো।

অর্থাৎ, ডনবাস ও নভোরোসিয়া রাশিয়া এবং ইউক্রেন উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। গত দুই বছর ধরে চলা যুদ্ধে রাশিয়া এই দুই অঞ্চলে আধিপত্য বজায় রেখেছে।

পুতিন বলেন, "জাপোরোজিয়ে, খেরসন, ডনবাস এবং সীমান্ত অঞ্চলে বসবাসরত কৃষি শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই।" তিনি যুদ্ধের কঠিন পরিস্থিতির মধ্যেও কৃষকদের প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাদের সহায়তা প্রদানে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।  সূত্র: যুগান্তর /স/হ/ন ১৩/১০/২০২৪

পুতিন উল্লেখ করেন, "আমরা ধাপে ধাপে ক্ষতিগ্রস্ত সকল কিছু পুনরুদ্ধার ও পুনর্নির্মাণ করব," যা কৃষকদের প্রতি সমর্থন প্রদানের একটি সুস্পষ্ট অঙ্গীকার।

Related Articles