শমী কায়সার ও তাপসকে ৩ দিনের রিমান্ড

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইশতিয়াক মাহমুদ নামের এক আন্দোলনকারীকে হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সার ও গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান বুধবার তাদের রিমান্ড আদেশ দেন। এর আগে, ৫ নভেম্বর রাতে উত্তরা থেকে শমী কায়সার ও ৪ নভেম্বর তাপসকে গ্রেফতার করা হয়। পুলিশ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলেও, আদালত বুধবার শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলায় শমী কায়সার ও কৌশিক হোসেন তাপসসহ ১২৬ জনকে আসামি করা হয়েছে। শমী কায়সারকে হত্যা চেষ্টা মামলায় ২৪ নম্বর ও তাপসকে ৯ নম্বর আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

এছাড়া, শমী কায়সারকে নিয়ে বিতর্কের মধ্যে একটি মানহানি মামলা দায়ের হয়েছিল, যার তদন্ত এখন চলমান। সূত্র: যুগান্তর /স/হ/ন ০৬/১১/২০২৪ 

Related Articles