শিহাব হোসেন: শহিদ, এইচএসসিতে জিপিএ ৪.০৮
- by Maria Sultana
- October 16, 2024
- 55 views
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিহাব হোসেন এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.০৮ পেয়েছেন। মঙ্গলবার দুপুরে পরীক্ষার ফল প্রকাশের পর এই খবর ছড়িয়ে পড়ে।
শিহাবের মা সাহানা খাতুন জানান, তিনি গভীর শোকে ডুবেছেন এবং কথা বলার ক্ষমতা হারিয়েছেন। আনন্দের এ সময়ে শিহাবের অভাব অনুভব করছেন তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা।
শিহাব এনায়েতপুর থানার মাধবপুর গ্রামের শফি মিয়ার বড় ছেলে এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ছিলেন। তিনি পরীক্ষা স্থগিত হলে বাড়িতে এসে আন্দোলনে অংশ নিয়ে tragically নিহত হন। শিহাব বিএনসিসি ক্যাডেট হিসেবে এবং স্থানীয় নানা সামাজিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফয়সাল খন্দকার বলেন, শিহাব এনায়েতপুরের প্রথম শহিদ এবং আমরা আল্লাহর কাছে তার সফলতা প্রার্থনা করছি। এনায়েতপুর ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সেলিম রেজা জানান, শিহাবের জিপিএ ৪.০৮ প্রমাণ করে যে প্রকৃত মেধাবীরাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। তিনি সরকারকে শিহাবের মেধার মূল্যায়ন করে সহায়তা করার আহ্বান জানান। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৬/১০/২০২৪