হারিকেন ‘হেলেন’-এর তাণ্ডবে স্টেইনহ্যাচি বিধ্বস্ত, মৃত ১১৮
- by Maria Sultana
- October 1, 2024
- 28 views
ছবি: সংগৃহীত
হারিকেন ‘হেলেন’-এর আগমন এবং এর প্রভাব সম্পর্কে আগেই সতর্কবার্তা ছিল। সেই অনুযায়ী, ফ্লোরিডার উপকূলীয় শহরগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। এই শহরগুলোর মধ্যে অন্যতম ছিল স্টেইনহ্যাচি।
সোমবার সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, ফ্লোরিডার অন্যান্য শহরের তুলনায় স্টেইনহ্যাচি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ থেকে ১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ঘণ্টায় প্রায় ২২৫ কিলোমিটার গতিবেগে আঘাত হানে হারিকেন ‘হেলেন’।
দ্য এক্সপ্রেস জানায়, ঝড়ের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, স্টেইনহ্যাচি শহরটি প্রায় মানচিত্র থেকে মুছে গেছে। তালাহাসি থেকে ৯০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত শহরটিতে প্রায় ৫০০ জন মানুষের বাস। ঝড় আসার আগেই সবাইকে সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু ঝড়ের পরে অনেক বাসিন্দা ফিরে এসে দেখেন, তাদের পরিচিত শহরের কোনো চিহ্ন অবশিষ্ট নেই। চারদিকে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না।
সিএনএন জানিয়েছে, এই ঝড়ে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তবে আরও অনেকে নিখোঁজ রয়েছেন, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। ঝড়ের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন হাজার হাজার মানুষ। ফ্লোরিডা ছাড়াও জর্জিয়া, টেনেসি এবং নর্থ ও সাউথ ক্যারোলিনার বিভিন্ন এলাকায়ও ঝড়ের প্রভাব দেখা গেছে, এবং কোথাও কোথাও ১৫ ফুটেরও বেশি উঁচু জলোচ্ছ্বাস হয়েছে।
যদিও ঝড়ের ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনও পাওয়া যায়নি, কর্তৃপক্ষ আশা করছে, ঝড় থেমে যাওয়ায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। সূত্র: যুগান্তর /স/হ/ন ০১/১০/২০২৪