কোটা আন্দোলন নিয়ে জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ভাষণ দেবেন তিনি। এদিন বিকেলে এক ক্ষুদে বার্তায় প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস উইং থেকে জানানো হয়, কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশে সৃষ্ট পরিস্থিতির মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো একযোগে প্রধানমন্ত্রীর এ ভাষণ সম্প্রচার করবে।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে মঙ্গলবার (১৬ জুলাই) রংপুর, চট্টগ্রাম ও ঢাকায় ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে ৩ জন, ঢাকায় ২ জন ও রংপুরে ১জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

সোমবার (১৫ জুলাই) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারে পরের দিন সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারের সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশের ডাক দেয় বাংলাদেশ ছাত্রলীগ। 

উভয়পক্ষের পাল্টাপাল্টি ঘোষণার জেরে ১৬ জুলাই সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তেজনা বিরাজ করে।  বেলা বাড়ার সঙ্গে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান নেন। সতর্ক অবস্থান নেয় পুলিশও। মূলত তাতে সংঘর্ষ বাঁধে। সূত্র: ভোরেরকাগজ/ স/হ/ন17/07/24 

Related Articles