তিস্তা নদীতে ভেসে আসা লাশটি ভারতের সাবেক শিক্ষামন্ত্রীর
- by Maria Sultana
- July 17, 2024
- 191 views

ছবি- সংগৃহীত
সোমবার উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্পার বাঁধ এলাকার মাঝের চর থেকে গলিত যে লাশটি উদ্ধার করা হয়, সে লাশটি ভারতের অঙ্গরাজ্য সিকিমের সাবেক শিক্ষামন্ত্রী আরসি রামচন্দ্র পাউডেলের বলে শনাক্ত করেছে পুলিশ।
এরপর, মঙ্গলবার সন্ধ্যায় লাশবাহী গাড়ি করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গ থেকে বুড়িমারী স্থলবন্দরের দিকে রওনা করেছে। সেখানে উভয় দেশের প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ হস্তান্তরের কথা জানা গেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৭ জুলাই সেটিপুলে ভগ্নিপতির বাসভবনে যাওয়ার পর নিখোঁজ হন রামচন্দ্র। এ ঘটনায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার। ৮ দিন পর লালমনিরহাটের আদিতমারী উপজেলার সলেডি স্পার বাঁধের মাঝের চরে তিস্তা নদীতে লাশ ভেসে ওঠে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিস্তার বাম তীরের সলেডি স্পার বাঁধ-২ এলাকার মাঝের চরে তিস্তার পানি কমে গেলে চরে একটি লাশ আটকে যায়। এটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, পরিচয় শনাক্তের পর লাশ পরিবারের কাছে পৌঁছে দিতে বুড়িমারী স্থলবন্দর চেক পোস্টে পাঠানো হয়েছে। সুত্রঃ যুগান্তর সম্পাদনা ম\হ। না ১৭/০৭\০১।