নাগরদোলার ধাক্কায় কিশোরের মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় নাগরদোলার আসনের ধাক্কায় নিহত হয়েছেন ১৬ বছর বয়সী কিশোর আব্দুল্লাহ আল নোমান। সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের কাছে ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার বার্ষিক সভার মেলায় এ ঘটনা ঘটে।

নিহত নোমান স্থানীয় আবু বক্করের ছেলে এবং পেশায় শ্রমিক ছিলেন। স্থানীয়রা জানান, বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে গিয়ে তিনি নাগরদোলায় ওঠেন। সেখানে সেলফি তোলার সময় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাগরদোলা ঘুরতে থাকাকালে হঠাৎ নোমান দোলনার আসন থেকে দাঁড়িয়ে যান, ফলে অন্য আসনের ধাক্কায় তার মাথা প্রচণ্ড আঘাত পায় এবং তিনি আহত হয়ে পড়ে যান। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম পিপিএম বলেন, কিশোর নোমান মেলায় নাগরদোলায় চড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন। লাশের সুরতহাল শেষ করা হয়েছে এবং নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: যুগান্তর /স/হ/ন ০৫/১১/২০২৪ 

Related Articles